• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হাসপাতালে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা, যুবক আটক


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৩, ২০২৩, ০৭:৪৬ পিএম
হাসপাতালে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা, যুবক আটক

হাসপাতালে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা, যুবক আটক

ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করেন সুজন নামের এক ব্যক্তি। পরে তাকে ভাটারা থানায় সোপর্দ করে হাসপাতাল কর্তৃপক্ষ। সুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে সুজন নামের এক অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখা যায়। এক পর্যায়ে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাও করেন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘সুজন নামের ওই ব্যক্তি ডাক্তার দেখানোর জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। এরপর খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তবে তার কাছে কোনো অনুমতি ছিল না। এজন্য তাকে আমাদের কাছে দিয়েছে।’

তাকে আটক করা হয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, ‘না, তাকে আটক করা হয়নি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

ওয়াইএ

Wordbridge School
Link copied!