ঢাকা : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ছাড়া কেউ এদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেনি। একটা নির্বাচিত সরকার ক্ষমতা হস্তান্তর করবে আরেকটা নির্বাচিত সরকারের কাছে।
বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় প্যান প্যাসিফিক হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমরা গণতন্ত্রকে পারফেক্ট করতে চাই। শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও বিজয়ের বন্দরে পৌঁছাব এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে ইশতেহার ঘোষণা করবেন দলটির সভানেত্রী শেখ হাসিনা। এবারের ইশতেহারে দ্রব্যমূল্য কমানো, আর্থিকখাতে শৃঙ্খলা ফেরানো, কর্মসংস্থান বাড়ানোসহ বেশ কিছু খাতে অগ্রাধিকার দেয়া হয়েছে। এছাড়া ইশতেহারে গত ১৫ বছরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের বদলে যাওয়া দৃশ্যপট রাখা হয়েছে।
এমটিআই