• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অগ্নিসন্ত্রাসীরা যেখানেই থাকুক আইনের আওতায় আনা হবে: আইনমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৫, ২০২৪, ০৯:৫৯ পিএম
অগ্নিসন্ত্রাসীরা যেখানেই থাকুক আইনের আওতায় আনা হবে: আইনমন্ত্রী

ঢাকা :  বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এই অগ্নি-সহিংসতা যারা করেছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে সঠিক বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। 

আইনমন্ত্রী বলেন, এই অগ্নিসন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। 

এই মর্মান্তিক ঘটনায় আইনমন্ত্রী শুক্রবার (৪ জানুয়ারি) এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এমটিআই

Wordbridge School
Link copied!