• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

তালা ভেঙে কার্যালয়ে ঢুকলেন বিএনপির নেতাকর্মীরা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১১, ২০২৪, ১২:২৫ পিএম
তালা ভেঙে কার্যালয়ে ঢুকলেন বিএনপির নেতাকর্মীরা

ঢাকা : ২ মাস ১৩ দিন পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে এগারোটার দিকে রুহুল কবির রিজভীর নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মীসহ অফিস স্টাফরা কার্যালয়ে প্রবেশ করেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ। ওই দিন থেকেই তালা ঝুলছিল বিএনপি কার্যালয়ে।

এমটিআই

Wordbridge School
Link copied!