ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনে অংশ না নিয়ে হতাশায় ভুগছে বিএনপি। এটা তারা উপলব্ধি করতে পেরেছে। এখন দলটির মধ্যে চরম হতাশা আর ভোগান্তি বিরাজ করছে।
বুধবার (২৪ জানুয়ারি) সকালে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বকশিবাজার নবকুমার ইন্সটিটিউশনে শহীদ মতিউর রহমান মল্লিকের বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, কারও হইসেল বাজানোর মধ্য দিয়ে স্বাধীনতা আসেনি। রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। বিএনপি-জামায়াত স্বাধীনতার ইতিহাস বিকৃত করছে।
এ সময় স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক না দেয়ার ইস্যুতে তিনি বলেন, ২০০৯ সালে সরকার গঠনের পর কখনও প্রতীক ছিলো না, ইতঃপূর্বেও ছিলো না। স্থানীয় সরকার নির্বাচনে কখনও প্রতীক ছিলো না, পূর্বের ধারাবাহিকতার কথাই বলছে আওয়ামী লীগ। আসলে গত নির্বাচনে অংশ না নিয়ে ওরা বুঝতে পেরেছে এটা চরম ভুল ছিলো, সারা পৃথিবী এখন এই সরকারকে মেনে নেয়ায় বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে।
এমটিআই