• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
আইনমন্ত্রী আনিসুল হক

৬৪৮ এমপি বিতর্ক: নীতি-নির্ধারকরা চাইলে স্পষ্ট করা হবে


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৫, ২০২৪, ০৪:৫৯ পিএম
৬৪৮ এমপি বিতর্ক: নীতি-নির্ধারকরা চাইলে স্পষ্ট করা হবে

ঢাকা : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমানে সংসদে ৬৪৮ জন সদস্য আছেন বলে যে আলোচনা চলছে নীতি-নির্ধারকরা চাইলে সংবিধানের সেই বিষয়টি স্পষ্ট করা হবে। তবে এখন পর্যন্ত সবকিছু সাংবিধানিক ভাবেই চলছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রীকে এক সাংবাদিকের প্রশ্ন ‘মন্ত্রীরা যখন শপথ নেন তখন আগের মন্ত্রীসভা বাতিল হয়ে যায়। কিন্তু সংসদ সদস্যরা শপথ নিলেও আগের সংসদ বাতিল হয় না। সেক্ষেত্রে আইনের অস্পষ্টতা আছে বলে আপনি মনে করেন কি না।’

জবাবে আইনমন্ত্রী বলেন, ব্যাপারটা হচ্ছে সংবিধানে এখন যা আছে, সেভাবেই দেশ চলছে এবং এটা আজকে সংবিধানে সন্নিবেশিত করা হয়নি। এটা চতুর্দশ সংশোধনীতে সংযোজন করা হয়েছিল। এখন যে বিষয়টা নিয়ে আলাপ করা হচ্ছে, এটার বোধহয় খুব একটা গুরুত্ব নেই। তারপরও আমি বলবো, নীতি-নির্ধারকরা যদি মনে করেন এখানে কিছু আরও স্পষ্ট করার প্রয়োজন আছে, সেটা দেখা যাবে।

আপনি আইনমন্ত্রী হিসেবে স্পষ্ট করা প্রয়োজন মনে করেন কি না- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তো বললাম, নীতি-নির্ধারকরা যদি মনে করেন স্পষ্ট করার প্রয়োজন আছে তাহলে দেখা যাবে।

এমটিআই

Wordbridge School
Link copied!