• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সংরক্ষিত আসনে বর্তমান এমপিদের এবার সুযোগ দিচ্ছে না আ.লীগ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৬, ২০২৪, ০৯:৫৯ পিএম
সংরক্ষিত আসনে বর্তমান এমপিদের এবার সুযোগ দিচ্ছে না আ.লীগ

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষ হয় সাড়ে ৭টার দিকে।

সংরক্ষিত আসনের বর্তমান এমপিদের দ্বাদশ জাতীয় সংসদে মনোনয়ন না দেওয়ার বিষয়ে ভাবছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দুই দফার বৈঠকে দলটির হাইকমান্ড থেকে এরই মধ্যে মনোনয়ন-প্রত্যাশীদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় নেতারা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নতুনদের সুযোগ দিতে চায় আওয়ামী লীগ। কাজেই বর্তমানে যারা এমপি আছেন তাদের এবার আর মনোনয়ন পাওয়ার সম্ভাবনা থাকছে না। তবে হাইকমান্ড চাইলে দুই চারজনের ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে।

আজকের বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বর্তমান কয়েকজন সংরক্ষিত এমপি, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সবাই দ্বাদশ সংসদেও আওয়ামী লীগের মনোনয়ন-প্রত্যাশী।

দলীয় সূত্র জানায়, গতকাল দুপুরে গণভবনে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন-প্রত্যাশীরা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দলের নারী নেত্রী ও মনোনয়নপ্রত্যাশীরা প্রধানমন্ত্রীকে তাদের মনোনয়ন পাওয়ার ইচ্ছার কথা জানান।

সংরক্ষিত আসনের এক সংসদ সদস্য বক্তব্য রাখতে গেলে দলের সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমি তো তোমাকে গতবার এমপি বানিয়েছি। আবার দাঁড়িয়েছ কেন? বসো বসো।’

বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা জানান, ঝিনাইদহের সংরক্ষিত সংসদ সদস্য খালেদা খানম দলের সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘তুমি কি রানিং (বর্তমান সংসদ সদস্য)? রানিং থাকলে অন্যদের সুযোগ দাও। আমি যতটুকু জানি রিপিট (পুনরায়) হওয়ার সম্ভাবনা নেই। তুমি অযথা টেনশন করিও না। নেত্রী তোমাকে দিলে দিতে পারেন।’

এ সময় আরেক নেত্রীর উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, কোনো কেন্দ্রীয় নেতা কি প্রতিশ্রুতি দিয়েছেন যে তুমি পাবে? উত্তরে নেত্রী বলেন, না। তাহলে তুমি কীভাবে জিজ্ঞাসা কর যে তোমাকে নমিনেশন দেওয়া হবে কি না।’  

উত্তরে মহিলা নেত্রী বলেন, ‘আগে থেকে জানতে পারলে টাকা খরচ হবে না।’

এআর

Wordbridge School
Link copied!