• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সরকারের নতজানু নীতিতে সীমান্ত অরক্ষিত: রিজভী


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৫, ২০২৪, ০২:০২ পিএম
সরকারের নতজানু নীতিতে সীমান্ত অরক্ষিত: রিজভী

ঢাকা : সরকারের নতজানু নীতির কারণে সীমান্ত অরক্ষিত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বাধীনতা সুরক্ষার অঙ্গীকার না থাকায় সার্বভৌমত্ব দুর্বল বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে গোলাগুলির প্রসঙ্গে রুহুল কবির রিজভী এ সব কথা বলেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, বিএনপির শাসনামলে এ ধরনের ঘটনার জবাব দেয়া হয়েছে। বর্তমান সরকার প্রতিবাদ করতেও ভয় পায়।

ক্ষমতাসীনরা জনগণকে জিম্মি করে অন্য দেশের সেবা দাসত্ব করতে ব্যস্ত বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

প্রধানমন্ত্রীকে দেয়া মার্কিন প্রেসিডেন্টের চিঠির প্রসঙ্গে রিজভী বলেন, এটি দেশের সাথে দেশের সম্পর্ক। বাণিজ্যের বিষয় যেখানে গুরুত্ব পায়। তবে বাংলাদেশের নির্বাচন, বিরোধীদের ওপর নির্যাতন, আইনের শাসন ও মানবাধিকার প্রশ্নে এখনো মার্কিন সরকার উদ্বিগ্ন।

এমটিআই

Wordbridge School
Link copied!