• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
জি এম কাদেরকে বাবলা

দলের চেয়ে বউ বড়


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৩:১৮ পিএম
দলের চেয়ে বউ বড়

ঢাকা : এমন একজন আছেন যার কাছে দলের চেয়ে বউ বড়। এ রকম অতিরিক্ত মাংসপিণ্ড আমাদের দরকার নেই বলে মন্তব্য করেছেন জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি জি এম কাদেরকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের (একাংশ) গুলশানের বাসায় সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন জাপার এই নেতা।

এ সময় সম্মেলন বাস্তবায়ন কমিটি ঘোষণা করেন জাপার একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী ফিরোজ রশীদ, কো-আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা, যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম সারোয়ার মিলন এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সফিকুল ইসলাম সেন্টু।

আগামী ৯ মার্চ জাতীয় পার্টির দশম কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলনে।

এমটিআই

 

Wordbridge School
Link copied!