• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

কারাগার থেকে বেরিয়ে যা বললেন মির্জা আব্বাস


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৭:৪০ পিএম
কারাগার থেকে বেরিয়ে যা বললেন মির্জা আব্বাস

ঢাকা: ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৩৬টি মামলায় জামিন পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্ত হয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি কারামুক্ত হন। কারাগারের জেলার মাহবুবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) ফটক দিয়ে বেরিয়ে আসলে তাকে বরণ করে নেন ঢাকা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা। এ সময় মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসও উপস্থিত ছিলেন।কারাগার থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, ‘এখনো অনেক কর্মী কারাগারে রয়েছে, অনেকের সাজা হয়েছে। এই কর্মীদের মুক্ত করতে হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমাদের মুক্তির আন্দোলন চলবে।’

সাংবাদিকদের সঙ্গে কথা শেষে শাহজাহানপুরের নিজের বাসার উদ্দেশ্যে রওনা দেন মির্জা আব্বাস। এ সময় তার গাড়িতে ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

এমএস

Wordbridge School
Link copied!