ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের ভাড়া বাসা ফিরোজায় এ সাক্ষাৎ করেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ সাক্ষাতের তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান বলেন, বিএনপি মহাসচিব রাত ৮টা ১০ মিনিট ফিরোজায় প্রবেশ করেন। তিনি রাত সাড়ে ৯টায় খালেদা জিয়ার বাসভবন থেকে বের হন।
জানা গেছে, সাক্ষাতকালে মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন।
গত বৃহস্পতিবার সাড়ে তিন মাস পর কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন মির্জা ফখরুল। কারাগার থেকে বের হওয়ার পর এটাই দলীয় চেয়ারপারসনের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ।
এমএস