• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রমজানে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান নুরের


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩, ২০২৪, ০৯:৫০ পিএম
রমজানে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান নুরের

ঢাকা: পবিত্র রমজান মাসে ও ঈদে ভারতীয় পণ্য ক্রয় থেকে বিরত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আগামী ৮ মার্চ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ ৫ দফা দাবিতে সমাবেশ করবে গণঅধিকার পরিষদ। সমাবেশকে কেন্দ্র করে রোববার (৩ মার্চ) গণসংযোগ ও লিফলেট বিতরণের আগে পুরাতন পল্টন আল-রাজি কমপ্লেক্সের সামনে পথসভায় এ আহ্বান জানান তিনি। 

এ সময় নুর বলেন, হুড়হুড় করে নিত্যপণ্যের দাম বাড়ছে। জনগণ বাজারে গিয়ে একটা পণ্য কিনলে আরেকটা পারে না। জনজীবনে দুর্ভোগ, একটা নিরব দুর্ভিক্ষ চলছে। জনগণ দিশেহারা। সরকারের মন্ত্রীরা শুধু কথা বলছে, জিনিসপত্রের দাম কমাতে পারছে না। নিত্যপণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনার কোন উদ্যোগ নেই। আমরা জনগণকে নিয়ে আন্দোলন করে দাম কমাতে বাধ্য করতে আগামী ৮ মার্চ ঢাকা ও পরবর্তীতে জেলা পর্যায়ে সমাবেশ করব।

জনগণের প্রতি আহ্বান, আপনারা জনসম্পৃক্ততা ইস্যুতে রাজপথে নামুন। জনমত উপেক্ষা করে সরকার ৭ জানুয়ারি একতরফা নির্বাচন করেছে। জনগণ সে নির্বাচনে ভোট দেয়নি। এই ফাইভ পারসেন্ট সরকারকে ৯৫ ভাগ জনগণ প্রত্যাখ্যান করেছে।দেশে-বিদেশে কোথাও এ নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি। শুধুমাত্র ভারত তাদের এজেন্ডা বাস্তবায়নে জনগণের বিরুদ্ধে গিয়ে এই সরকারকে একতরফা নির্বাচনে সহযোগিতা করেছে। ভারত বাংলাদেশের গণতন্ত্রের পথে বড় বাধা। এজন্য দেশের জনগণ ইতোমধ্যে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। আগামী ঈদে কেউ ভারতীয় কাপড় কিনবেন না। দেশ বাঁচাতে ভারতীয় পণ্য বর্জন করুন। 

আইএ

Wordbridge School
Link copied!