• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কারামুক্ত হলেন বিএনপি নেতা দুদু


নিজস্ব প্রতিবেদক মার্চ ৫, ২০২৪, ১০:০০ পিএম
কারামুক্ত হলেন বিএনপি নেতা দুদু

ঢাকা: জামিনের পর কারাগার থেকে ছাড়া পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বলে জানান তার ছোট ভাই ওয়াহিদুজ্জামান বুলা।

গত বছরের ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ আটটি মামলা হয় বিএনপির এ ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে।  

পরে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি পাঁচ মামলা ও ২০ ফেব্রুয়ারি তিন মামলায় তার জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

৫ নভেম্বর রাত ১২টার পরপর গোয়েন্দা পুলিশ পরিচয়ে ১৫-২০ জনের একটি দল শামসুজ্জামানের বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়।  

পরদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তাকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।

আইএ

Wordbridge School
Link copied!