• ঢাকা
  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৫ পৌষ ১৪৩১

আজ এতিম ও আলেমদের সঙ্গে ইফতার করবে বিএনপি


নিজস্ব প্রতিবেদক মার্চ ১২, ২০২৪, ০৪:০৭ পিএম
আজ এতিম ও আলেমদের সঙ্গে ইফতার করবে বিএনপি

ঢাকা : পবিত্র রমজানের প্রথম ইফতার এতিম ও আলেম-ওলামাদের সঙ্গে করবেন বিএনপি নেতারা।

মঙ্গলবার (১২ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে দলের পক্ষ থেকে এ ইফতারের আয়োজন করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। ইফতারে দেশের শীর্ষ স্থানীয় আলেমদের পাশাপাশি কয়েকটি মাদরাসার এতিম শিক্ষার্থীরাও অংশ নিবেন।

এতে দলের কেন্দ্রীয় ও মহানগরীর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইফতারে বিশেষভাবে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হবে।

উল্লেখ্য, দলটি প্রতি বছরই বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, এতিম, আলেম ও কূটনৈতিকসহ বিভিন্ন সংস্থার সঙ্গে ইফতার করেন।

এমটিআই

Wordbridge School
Link copied!