• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হাসপাতালে খালেদা জিয়া


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৩, ২০২৪, ০৮:৫০ পিএম
হাসপাতালে খালেদা জিয়া

ঢাকা: শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১৩ মার্চ) সন্ধ্যার পর গুলশান-২ নাম্বারের বাসা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে নেওয়া হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং  বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালে নেওয়ার সময় বিএনপি চেয়ারপারসনের বাসায় গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক আব্দুস সালাম।

এর আগে দুপুরে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

আইএ

Wordbridge School
Link copied!