• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নতুন দায়িত্বে বিএনপির তিন নেতা


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৯, ২০২৪, ০১:১০ পিএম
নতুন দায়িত্বে বিএনপির তিন নেতা

ঢাকা : নতুন দায়িত্ব পেয়েছেন বিএনপির তিন কেন্দ্রীয় নেতা।

মঙ্গলবার (১৯ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দায়িত্ব বন্টনের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়াকে সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হককে আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!