• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৩, ২০২৪, ১০:৫৭ এএম
আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল

ঢাকা : চিকিৎসা শেষে সস্ত্রীক দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাদের।

এর আগে, গত ৪ মার্চ চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, সাড়ে তিন মাস কারাভোগের পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন কারাগারে থাকায় তার শারীরিক জটিলতা বাড়ায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এমটিআই

Wordbridge School
Link copied!