ঢাকা: দিল্লির অধীনস্ত হওয়ার জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। তিনি ব লেছেন, দেশের জনগণ কোনো গোলামি মেনে নেবে না।
শনিবার (২৩ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার। তারা সবসময় বিদেশি শক্তির দিকে তাকিয়ে থাকে। জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই।
বিএনপির এ নেতা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের নাভিশ্বাস উঠেছে। বিএনপি জনগণের জন্য আন্দোলন করছে, তাই দেশবাসীর এই আন্দোলনে অংশ নেওয়া উচিত।
আইএ