ঢাকা : সরকার যদি বিএনপির ওপর জুলুম নির্যাতন নাই করে থাকে তাহলে গত ১৫ বছরে বিরোধীদলের ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিলো কেন?- প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) কারাবন্দি বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের পরিবারের খোঁজ খবর নিতে শান্তিনগরের সার্কিট হাউজ রোডের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
এসময় হাবিবুন্নী খান সোহেলের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের ডক্টর মঈন খান বলেন, দেশ সঠিকভাবে পরিচালিত হলে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটতো না। সীমান্তে হত্যা সরকারের ব্যার্থতা। সরকার শুধু রাজনৈতিক স্থিতিবস্থা ও গণতন্ত্র ধ্বংস করেনি, দেশের অর্থনীতিও ধ্বংস করেছে।
রাষ্ট্রব্যবস্থা ভেঙ্গে পড়েছে বলেই অস্থিরতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ব্যাংক ডাকাতির ঘটনায় অবাক হবার কিছু নেই। সব প্রতিষ্ঠান ধ্বংস করে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ সরকার। বন্দুকের জোরে মানুষের উপর অত্যাচার করে চিরস্থায়ীভাবে ক্ষমতা ধরে রাখতে চায় তারা।
এমটিআই