• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিএনপির পর আওয়ামী লীগের সমাবেশও স্থগিত


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২২, ২০২৪, ০৭:৪৮ পিএম
বিএনপির পর আওয়ামী লীগের সমাবেশও স্থগিত

ঢাকা: সমাবেশ ডাকার একদিন পরেই তা স্থগিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কারণ হিসেবে জানানো হয়েছে- সমাবেশ করতে পুলিশের অনুমতি মেলেনি। 

সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, আগামী শুক্রবার (২৬ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশের পুলিশ অনুমতি দেয়নি। যার কারণে সমাবেশ আপাতত স্থগিত করা হলো। শান্তি সমাবেশের তারিখ পরে জানানো হবে।

এর আগে বিএনপির ডাকা সমাবেশের দিনে (২৬ এপ্রিল) সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগও। রোববার মহানগর দক্ষিণের দফতর থেকে কর্মসূচির সময়ও জানানো হয়।

ঘোষিত ওই কর্মসূচিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত থাকার কথা ছিল। কর্মসূচি ঘোষণার একদিনের মাথায় তা আবার স্থগিত করেছে ক্ষমতাসীনরা। 

এমএস

Wordbridge School
Link copied!