• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

পার্শ্ববর্তী দেশকে খুশি করতে আ.লীগ রাজনীতি করে: গয়েশ্বর


নিজস্ব প্রতিনিধি মে ৯, ২০২৪, ০৯:৩৭ পিএম
পার্শ্ববর্তী দেশকে খুশি করতে আ.লীগ রাজনীতি করে: গয়েশ্বর

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘দেশের জনগণকে নয়, পার্শ্ববর্তী দেশকে খুশি করতে রাজনীতি করে আওয়ামী লীগ। ভারত আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে পারবে না।’

বৃহস্পতিবার (৯ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণঅধিকার পরিষদ (একাংশ-রেজা) আয়োজিত ‘সীমান্ত হত্যা বন্ধ; আগ্রাসন ও আধিপত্যবাদ বিরোধী’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গণতন্ত্র রক্ষার লড়াইয়ের চেয়ে আগ্রাসনবিরোধী লড়াই কঠিন।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারকে বয়কট করা অত্যন্ত জরুরি। ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও দেশের জনগণ এখনো স্বাধীন নয়। কাঁটাতারের বেড়ায় ঝুলছে বাংলাদেশ। গণতন্ত্র কখনো আসবে, কখনো যাবে। গণতন্ত্র চলে গেলে লড়াই করতে হবে। তাহলে গণতন্ত্র ফিরে আসবে। কিন্তু আগ্রাসনবিরোধী লড়াই করা কঠিন।’

গয়েশ্বর আরও বলেন, ‘বিশিষ্ট অর্থনীতিবিদরা ভালো বলতে পারবেন, বর্তমানের অর্থনৈতিক অবস্থা এবং ব্যাংকের যে করুণ চিত্র কিছুদিন পরে কর্মীদের বেতন দেওয়ার টাকা থাকবে না, চেয়ার-টেবিল বিক্রি করে তাদের বেতন দিতে হবে। বাংলাদেশের রাজনীতি থেকে কি শেখ হাসিনা যাবেন না? যাবেন, যেতেই হবে। ভারত তাকে রাখতে পারবে না। বাংলাদেশের প্রতিটি সেক্টরে আজ ভারতের যে আধিপত্য এবং আগ্রাসন, এখান থেকে দেশকে রক্ষা করতে না পারলে আমাদের সামনে অন্ধকার।  দেশকে রক্ষার জন্য সব দলকে এক হয়ে মাঠে নামতে হবে।’

আইএ

Wordbridge School
Link copied!