• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

দেশের সব জেলা সদরে আজ বিএনপির সমাবেশ


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩, ২০২৪, ১১:০৮ এএম
দেশের সব জেলা সদরে আজ বিএনপির সমাবেশ

ঢাকা: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ বুধবার (৩ জুলাই) দেশের সব জেলা সদরে সমাবেশ করবে বিএনপি। এসব সমাবেশে কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতারা প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। 

এর আগে একই দাবিতে শনিবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি। এরপর সোমবার দেশের আট মহানগরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ হয়। 

গত বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির অঙ্গ-সংগঠনের সঙ্গে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। আজ কর্মসূচির শেষ দিন। এরপর একই দাবিতে আরও কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। 

গত ২২ জুন রাতে গুলশানের বাসায় অসুস্থ হয়ে পড়লে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। চিকিৎসা শেষে গতকাল গুলশানের বাসায় ফিরেছেন তিনি।

এমএস

Wordbridge School
Link copied!