• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন


নিজস্ব প্রতিবেদক জুলাই ৯, ২০২৪, ১০:৫৯ এএম
যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

ঢাকা: আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় যুবদলের ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আংশিক এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে রেজাউল করিম পলকে। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে বিল্লাল হোসেন তারেককে। নতুন এই কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান জুয়েল। এছাড়া দফতর সম্পাদকের দায়িত্ব পালন করবেন নুরুল ইসলাম সোহেল।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে। 

এমএস

Wordbridge School

রাজনীতি বিভাগের আরো খবর

Link copied!