• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

খালেদা জিয়া এখনো চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন


নিজস্ব প্রতিবেদক জুলাই ১২, ২০২৪, ০৬:১১ পিএম
খালেদা জিয়া এখনো চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন

ঢাকা : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখনো হাসপাতালে সিসিইউ–সংবলিত কেবিনে চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

৮ জুলাই ভোররাতে অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে ঢাকায় বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসক জাহিদ হোসেন শুক্রবার (১২ জুলাই) বিকেলে বলেন, সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাঁর স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা চলছে। মেডিকেল বোর্ডের সদস্যরা এখন দিনে দুই দফা বৈঠক করে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করছেন এবং সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছেন।

সপ্তাহখানেকের ব্যবধানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হচ্ছে বিএনপি নেত্রীকে। এর আগে হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ২ জুলাই গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। গত ২৫ জুন এভারকেয়ার হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রে পেসমেকার বসানো হয়।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

এমটিআই

Wordbridge School
Link copied!