• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নিষিদ্ধ হচ্ছে জামায়াতের রাজনীতি, যা বললেন মির্জা ফখরুল


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩০, ২০২৪, ০৫:৩৭ পিএম
নিষিদ্ধ হচ্ছে জামায়াতের রাজনীতি, যা বললেন মির্জা ফখরুল

ঢাকা: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে সরকারের জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্তের ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইস্যু পরিবর্তনের অপকৌশল এটি।

চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (৩০ জুলাই) সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। 

এসময় অবিলম্বে কারফিউ প্রত্যাহার করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ারও আহ্বানও জানান মির্জা ফখরুল।

বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।

এদিকে নির্বাহী আদেশে আগামীকালের (বৃহস্পতিবার) মধ্যেই জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ব্যাপারে আইনগত দিক খতিয়ে দেখতে বিকেলে বৈঠক হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান আইনমন্ত্রী।

আইএ

Wordbridge School
Link copied!