Menu
ঢাকা : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত চলে যান। এর পর থেকে গা ঢাকা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
তিনি কোথায় আছেন এ বিষয়ে জানতে বারবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। এমনকি তার সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ রয়েছে।
ব্যরিস্টার সুমনের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন এমন একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিজ নির্বাচনী এলাকায় আত্মগোপনে আছেন তিনি। যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সব বিষয়ে সক্রিয় ছিলেন।
ফলে ছাত্রদের প্রত্যাশা ছিল সুমন কোটা আন্দোলন নিয়ে কথা বলবেন এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন। কিন্ত আওয়ামী লীগের এমপি হওয়ায় তিনি কথা বলেননি।
যেদিন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন তারপর সৃষ্ট সংকট দেখে সুমন কিছুটা ভয় পেয়ে যান ফলে তার এক অনুসারী যিনি কোটা আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন তার বাসায় গিয়ে নিরাপদ আশ্রয় নিয়েছেন সুমন।
উল্লেখ্য, কোটাবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ব্যারিস্টার সুমন। সবশেষ তিনি বলেছিলেন, এই আন্দোলন বিএনপি-জামায়াতের দখলে। তারপর সুমনকে তুলোধুনো করেন নেটিজেনরা
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT