ঢাকা : বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করলেও শিগগিরই দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
লন্ডনে তারেক রহমানের সাথে সম্পর্কিত সুত্রগুলো জানিয়েছে, আরো কিছু সময় পর্যবেক্ষন করে, দলের কয়েকটি ধাপের নেতাদের সাথে বৈঠকের পর দেশে ফেরার ব্যাপারে দিনক্ষন নির্ধারন করবেন তারেক রহমান।
তার আগে, আপাতত লন্ডন থেকেই পরবর্তী নির্বাচনকে সামনে রেখে মূল দল ও সহযোগী দলগুলো নিয়ে কাজ করতে চান তিনি।
যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন বলেন, আপাতত তারেক রহমান দেশে ফেরার ব্যাপারে কিছু জানা নেই। তবে অচীরেই ফিরে যাবেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা ও দলের যুক্তরাজ্য কমিটির সভাপতি এম এ মালেক জানান, তারেক রহমানের ফেরার সময় নির্ধারিত হলে সংবাদ সন্মেলন করে সবাইকে জানানো হবে। দেশের মানু্ষকে জানিয়েই উনি ফিরবেন। তার আগে লন্ডনের কমিউনিটিতে তিনি দীর্ঘদিন ছিলেন,কমিউনিটির মানুষের সাথেও কথা বলবেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৫ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন যুক্তরাজ্যে। তার দেশে ফেরার অভিবাসন সংক্রান্ত প্রয়োজনীয় সমন্বয় করছেন তার আইনজীবিরা। দেশে তার বিরুদ্ধে থাকা মামলায় আদালতের রায়গুলোর ব্যাপারে দেখভাল করছেন দেশের দায়িত্বপ্রাপ্ত আইনজীবীরা।
তারেক রহমানের স্ত্রী জোবাইদা বিএনপির রাজনীতিতে সক্রিয় হতে পারেন এমন আলোচনা দলের ভেতরে ছিল দীর্ঘদিন।
তবে,শেখ হাসিনার শেষ আমলে বেগম খালেদা জিয়া কারান্তরীন হবার পর নিয়মিতই তাঁকে দেখতে লন্ডন থেকে দেশে আসা যাওয়ার মধ্যে ছিলেন মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।
শর্মিলা রহমানও কোকোর মৃত্যুর পর মালয়েশিয়া ছেড়ে দীর্ঘদিন ধরে দুই কন্যা জাহিয়া রহমান ও জাফিয়া রহমানকে নিয়ে লন্ডনের কিংসষ্টনেই একটি বাড়ীতে বসবাস করছেন।
এমটিআই