• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

নিজের ব্যঙ্গ কার্টুনের প্রশংসা করলেন তারেক রহমান


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১২, ২০২৪, ০৩:৪৮ পিএম
নিজের ব্যঙ্গ কার্টুনের প্রশংসা করলেন তারেক রহমান

ঢাকা : বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেকে নিয়ে আঁকা ব্যাঙ্গাত্মক কার্টুন ফেসবুকে শেয়ার করে কার্টুনিস্টদের আবারও নির্ভয়ে কার্টুন আকার আহ্বান জানিয়েছেন। তাঁর এমন আহ্বানকে প্রশংসা করছেন নেটিজনদের একাংশ।

কার্টুনিস্ট মেহেদী হকের আঁকা ব্যাঙ্গাত্মক কার্টুনটি রোববার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

পোস্টে তারেক রহমান লিখেছেন, আমি গভীরভাবে আনন্দিত যে বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার করা হয়েছে। ২০০৬ সালের আগে, বাংলাদেশি কার্টুনিস্ট, বিশেষ করে শিশির ভট্টাচার্য, প্রায়ই আমার মা এবং আমাকে নিয়ে কার্টুন তৈরি করতেন। যাই হোক, গত ১৫ বছরে আমরা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুমের শিকার হতে দেখেছি, তার কাজের জন্য অকল্পনীয় নির্যাতন এবং কারাবরণ সহ্য করতে হয়েছে তাকে। আরও অনেকে একই ধরনের নিপীড়নের মুখোমুখি হয়েছেন। শিশির ভট্টাচার্য অবশেষে কার্টুন আঁকা বন্ধ করে দেন।

তারেক রহমান আরও বলেন, আমি কার্টুনিস্ট মেহেদীর ভক্ত, শিশির ভট্টাচার্যের কাজও উপভোগ করতাম। আমি আন্তরিকভাবে আশা করি তিনি শিগগিরই আবারও নিয়মিত রাজনৈতিক কার্টুন আঁকা শুরু করবেন।

তারেক রহমানের এমন পোস্টের পর কার্টুনিস্ট মেহেদী হক ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন এভাবে, এই প্রথম কার্টুন আঁকতে ভয় লাগছে। যদিও অন্তর্জালে বেশ প্রশংসা কুড়াচ্ছে তারেক রহমানের এই পোস্ট।

এমটিআই

Wordbridge School
Link copied!