• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন তারেক রহমান 


নিজস্ব প্রতিবেদক:  আগস্ট ৩০, ২০২৪, ০৩:৪২ পিএম
নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন তারেক রহমান 

ঢাকা: নির্বাচনের প্রস্তুতি নিতে দলের তৃণমূল নেতাদের প্রতি নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

গতকাল (বৃহস্পতিবার) রংপুর সাংগঠনিক বিভাগের অধীন থাকা জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তারকে রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনের সম্ভাব্য প্রস্তুতি এবং দলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে জেলা নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রংপুর বিভাগের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করলেন তিনি।

এদিকে অন্তর্বর্তী সরকার গঠনের ১০ দিনের মধ্যেই দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়েছে। 

মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন। 

বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, দলের নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।

আইএ

Wordbridge School
Link copied!