• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘১৬ বছরে বিএনপির ৭ শতাধিক নেতাকর্মী গুম’


নিজস্ব প্রতিবেদক:  আগস্ট ৩০, ২০২৪, ০৭:১২ পিএম
‘১৬ বছরে বিএনপির ৭ শতাধিক নেতাকর্মী গুম’

ঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। স্বৈরাচার শেখ হাসিনার সরকার ক্ষমতায় টিকে থাকতে বিগত ১৬ বছরে বিএনপির ৭ শতাধিক নেতাকর্মীকে গুম করেছে। আয়নাঘর তৈরি করে বিরোধী দলকে নিপীড়ন করেছে।

রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচে এক সংবাদ সম্মেলনে শুক্রবার (৩০ আগস্ট) সকালে এসব কথা বলেন তিনি।

বন্যা কবলিত এলাকার মানুষদের সহায়তায় জন্য নগদ আড়াই কোটি টাকাসহ ১০ কোটি টাকার ত্রাণ বিএনপি সরবরাহ করেছে বলে জানিয়েছেন জাহিদ হোসেন।

তিনি বলেন, বিএনপির ত্রাণ তহবিলে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ব্যাপক সাড়া দিয়েছে। গত ৫ দিনে নগদ আড়াই কোটি টাকাসহ প্রায় ১০ কোটির ত্রাণ সংগ্রহ করে সরবরাহ করা হয়েছে বন্যাকবলিত এলাকায়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

আইএ

Wordbridge School
Link copied!