• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

আমি তোমাকে ছাড়ব না, আমি কাউকে ছাড়ি না— গান গেয়েছিলেন শেখ হাসিনা


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৬, ২০২৪, ০৩:৩৪ পিএম
আমি তোমাকে ছাড়ব না, আমি কাউকে ছাড়ি না— গান গেয়েছিলেন শেখ হাসিনা

ঢাকা : দ্বিতীয়বার জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ সরকারের গঠিত মন্ত্রীসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদের ছেলে তানজিম আহমদ সোহেল তাজ। তবে একইবছরের ৩১ মে পদত্যাগ করেন তিনি। সে সময় তার পদত্যাগ নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। পদত্যাগপত্র গ্রহণ করতে চাননি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন সাবেক এই সংসদ সদস্য। তিনি বলেন, আমি  অনিয়ম দেখেছি দুর্নীতি দেখেছি, বিডিআরের ইনভেস্টিগেশন আমার ভালো লাগেনি, আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না। আমি যেভাবে কাজ করতে চাচ্ছিলাম, পুলিশকে যেভাবে গোছাতে চেয়েছিলাম সেভাবে করতে পারছিলাম না। একটা পর্যায়ে এমনও হয়েছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা না শুনতে। আমার কথা শুনবে না আবার আমার পদে থাকতে হবে। আমার মনে হয়েছে, আমাকে আমার পরিবারকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে।

আমি যে সময় পদত্যাগ করেছি, এটা কিন্তু বড় স্টেটমেন্ট হয়েছিল সে সময়। আমাকে নিয়ে সে সময় কিন্তু অনেক নাটক করা হয়েছে। আমার পদত্যাগ গ্রহণ করা হবে না। আমি পদত্যাগপত্র গ্রহণ না করার সুযোগ ছিল না, আমি পদত্যাগপত্র আমেরিকা চলে যাই। কারণ, আমি জানতাম এখানে থাকলে আমার ঝামেলা হবে। 

সোহেল তাজ বলেন, আমেরিকা থেকে ওনার (শেখ হাসিনা) সঙ্গে কথা হয়েছে। আমি বারবার বলেছি, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। উনি বলেছিলেন, না আমি ছাড়ব না। তোমার কি লাগবে? তোমাকে থাকতে হবে। 

সোহেল তাজ বলেন, ফোনে আমার জীবনের সবচেয়ে বিচিত্র কথোপকথন হয়েছিল তখন। আমি তাঁকে (শেখ হাসিনা) বলছিলাম আমাকে ছেড়ে দেন। একপর্যায়ে তিনি টেলিফোনে গান গাওয়া শুরু করলেন— আমি তোমাকে ছাড়ব না, আমি কাউকে ছাড়ি না। উনি গান গাচ্ছেন টেলিফোনে, আমি শুনে থতমত খেয়ে গেলাম। এটার মানে কী? 

সাবেক প্রধানমন্ত্রী কেন এমনটা বলেছিল তা বুঝতে পারেননি সোহেল তাজ। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলছেন— আমি তোমাকে ছাড়ব না, আমি কাউকে ছাড়ি না। এইটা কী থ্রেট (হুমকি) নাকি এইটা স্নেহ? আমি ঠিক বুঝতে পারছিলাম না।

 

আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, হঠাৎ শুনলাম আমার জেলা গাজীপুরের এসপি পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমি জানি না। এইরকম অনেক ঘটনা ঘটেছে যার ফলে আমি পদত্যাগের সিদ্ধান্ত নেই। 

বিভিন্ন সময় গুঞ্জন উঠেছে শেখ সেলিম শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন সোহেল তাজকে যার জেরেই তিনি পদত্যাগ করেছেন। তবে বিষয়টি নাকোচ করে দিয়ে সোহেল তাজ বলেন, যেটা বলে শেখ সেলিম থাপ্পড় মেরেছে, আপনার কী মনে হয় আমাকে থাপ্পড় দিলে বাসায় যাবে সে? আমাকে থাপ্পড় দিলে হসপিটালে যাবে সে। 

এমটিআই

Wordbridge School
Link copied!