• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
ডা. জাহিদ

বিএনপির ত্রাণ তহবিলে জমা আছে ৭ কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২০, ২০২৪, ০৬:৫১ পিএম
বিএনপির ত্রাণ তহবিলে জমা আছে ৭ কোটি টাকা

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, ‘দলের ত্রাণ কমিটি গঠনের পর নগদ ২০ কোটি টাকার অধিক আর্থিক সহায়তা উঠেছে। ত্রাণ তহবিলে এখনও ৭ কোটি টাকা জমা রয়েছে। এগুলো বন্যাপরবর্তী পুনর্বাসন কার্যক্রমে ব্যবহার করা হবে।’

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বন্যার্তদের সাহায্যে ও পুনর্বাসনের জন্য সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, ‘দলের নেতাকর্মীদের পাশাপাশি অনেকেই আমাদের ত্রাণ কমিটিতে সহায়তা করেছেন। স্বচ্ছতার জন্য যারা সহযোগিতা করেছেন তাদের আমরা রিসিভ দিয়েছি। আর দল থেকে বহিষ্কৃত যেসব নেতা ত্রাণ তহবিলে টাকা দিয়েছিলেন তাদের তিনজনকে ৩০ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। আমরা মনে করেছি, নৈতিকভাবে তাদের টাকা গ্রহণ করা ঠিক হবে না।’

জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে ফেনি, লক্ষীপুর ও কুমিল্লাসহ ৫টি জেলায় ১৩৭ জন শহীদ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের তথ্যাদি আমাদের কাছে রয়েছে। বিএনপির পক্ষ থেকে তাদের পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব এলাকায় যারা আহত হয়েছে তাদেরও আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর বিএনপির ত্রাণ তহবিলে এখনো ৭ কোটি টাকা জমা হয়েছে। এগুলো বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে ব্যবহার করা হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘প্রাকৃতিক দুযোর্গ প্রায়ই হবে। তবে সাম্প্রতিক বন্যা মানব সৃষ্ট। এর মাধ্যমে আমাদের মানুষগুলোকে কষ্ট দেওয়া হয়েছে। এটা মোকাবিলা করে কিভাবে বেঁচে থাকতে হয় বাঙালিরা তা জানে, বাংলাদেশের মানুষ তা জানে। কাজেই কেউ যদি চেষ্টা করে আমাদের এভাবে দাবিয়ে রাখবে অথবা আমাদের যে সার্বভৌমত্ব, আমাদের যে বেঁচে থাকার আকাঙ্ক্ষাকে দাবিয়ে রাখবে, বাংলাদেশের মানুষের ইচ্ছার বহিঃপ্রকাশকে গলাটিপে হত্যা করবে. সেটার সুদূর পরাহত, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। কাজেই কোনো ষড়যন্ত্র সার্থক হবে না। ছোট বন্যা দিয়ে কষ্ট দিয়েছেন কিন্তু মনে রাখবেন এই কষ্ট কোনো সময় হয়তো মনে আনন্দ পেতে পারেন। কোনো অবস্থাতেই মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা এটি কিন্তু পাবেন না।’

ডা. জাহিদ বলেন, ‘বিএনপি ক্ষমতায় না থাকলেও রাজনৈতিক দল হিসেবে মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে সারা দেশে ত্রাণ কার্যক্রম চালিয়েছে, মানুষের পাশে থেকেছে। বন্যা পরবতির্তে বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্পও পরিচালনা করা হচ্ছে। মেডিকেল ক্যাম্পগুলো স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় ওষুধ বিতরণ করা হচ্ছে। আর বন্যার কারণে মানুষের ফসলাদি ভেসে গিয়েছে, সেসব এলাকায় ধানের চারাসহ কৃষি বীজ বিতরণ করা হয়েছে। এ ছাড়া বন্যা কবলিত এলাকায় যাদের ঘর-বাড়ি ভেসে গিয়েছে তাদের টিন এবং ঘরের কিছু সামগ্রী বিতরণেরও সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক প্রমুখ।

এমটিআই

Wordbridge School
Link copied!