• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আন্দোলনে শহীদ পরিবারের পাশে তারেক রহমান


গাজীপুর প্রতিনিধি অক্টোবর ১৪, ২০২৪, ১১:১৫ এএম
আন্দোলনে শহীদ পরিবারের পাশে তারেক রহমান

গাজীপুর : গাজীপুরে ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবারে’র একটি প্রতিনিধিদল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারে’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে রোববার (১৩ অক্টোবর) শহীদ রস্তুম মিয়া, শহীদ আবদুল্লাহ, শহীদ আরিফুল ইসলাম, শহীদ ইলিম হোসেন এবং আহত হয়ে চোখ হারানো আনোয়ারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন সেলটির আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন।

এদিন বিকেল ৪টায় গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ি এলাকায় আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট শহীদ ও আহত পরিবারগুলোকে অর্থ সহায়তা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবারে’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সেলটির সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল নেতা শারিফুল ইসলাম, রুবেল পারভেজ প্রমুখ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিক, যুগ্ম আহ্বায়ক নাজমুল, গাজীপুর জেলা ছাত্রদলের সহসভাপতি রায়হান সরকার, মৌচাক ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামরুল ও মৌচাক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল দিপু এবং গাজীপুর জেলা ও মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা।

এমটিআই

Wordbridge School
Link copied!