• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ছাত্রলীগ নিষিদ্ধের জন্য দুই দিনের আল্টিমেটাম


নিজস্ব প্রতিবেদক:  অক্টোবর ২২, ২০২৪, ০৪:৫৪ পিএম
ছাত্রলীগ নিষিদ্ধের জন্য দুই দিনের আল্টিমেটাম

ঢাকা: গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে দুই দিনের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে আয়োজিত সমাবেশ তিনি এই সময় বেঁধে দেন। 

ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যে নিষিদ্ধের আল্টিমেটাম দিয়ে তিনি বলেন, যে ছাত্রলীগের হাতে মানুষের মৃত্যু হয়েছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।

বক্তব্য দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

আইএ 

Wordbridge School
Link copied!