• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন নিয়ে যা বললেন ভিপি নুর


নিজস্ব প্রতিবেদক:  অক্টোবর ৩১, ২০২৪, ০৪:৫৮ পিএম
বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন নিয়ে যা বললেন ভিপি নুর

ঢাকা: বিএনপির সঙ্গে জোটগতভাবে নির্বাচনের বিষয় এখনই সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর (ভিপি নুর)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের ভিআইপি ডাকবাংলোয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন ভিপি নুর।

নুর বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রথমে ঘোষণা দিয়েছি ৩০০ আসনেই প্রার্থী দেব। পরিবেশ পরিস্থিতির উপর বিবেচনা করে ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবো আমরা বিএনপির সঙ্গে জোটে নির্বাচন করব কিনা।

তিনি বলেন, আন্দোলনকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। কিন্তু দুঃখজনক হচ্ছে আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজি-দখলবাজি চালিয়ে সরকার পতনের পর বিএনপি সেভাবে চাঁদাবাজি-দখলবাজি ও কর্মসূচিতে বাধাদানের মতো ঘটনা ঘটিয়েছে। বিগত সময়ে আমার কর্মসূচিতে বাধা দেওয়ার ঘটনায় কেন্দ্রীয় বিএনপির নেতাদের জানানোর পর তারা আমার নির্বাচনি এলাকায় সফরের সময় (সম্প্রতি সময়ের সফর) স্থানীয় নেতাদের সহযোগিতা করার জন্য চিঠি দেন। একই চিঠি নাগরিক ঐক্যর মান্না ভাইকেও দেওয়া হয়েছিল।

আইএ

Wordbridge School
Link copied!