• ঢাকা
  • শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

‘রাজনীতি উত্তরাধিকার সূত্রে কোন সামাজ্য নয়, আসল ক্ষমতা ভোটারদের হাতে’


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি অক্টোবর ৩১, ২০২৪, ০৭:১৩ পিএম
‘রাজনীতি উত্তরাধিকার সূত্রে কোন সামাজ্য নয়, আসল ক্ষমতা ভোটারদের হাতে’

পটুয়াখালী: বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, সাধারণ মানুষের হাতে যে কত ক্ষমতা তা ইতিমধ্যেই লক্ষ্য করা গিয়েছে, স্বৈরাচার সরকার খুনি শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছেন। তিনি বলেন, রাজনীতি কোন জমিদারী বন্দবস্ত নয়। উত্তরাধিকার সূত্রে কোন সামাজ্য নয়, আসল ক্ষমতা সাধারণ ভোটারদের হাতে।তাই ভোটের অধিকার ফিরিয়ে দিতে, রাতের ভোট দিনে আনতে গণ অধিকার পরিষদ সাধারণ জনগণের পাশে থেকে কাজ করছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসনের খেলার মাঠ গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে জীবন এবং রক্তের বিনিময়ে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দুই-এক বছরের মধ্যে সংসদ নির্বাচন হবে। নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব। গণ অধিকার পরিষদ নতুন রাজনীতি প্রসারে কাজ করছে।

গন অধিকার সভাপতি আরও বলেন, বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে ৩৩ বছরে প্রধান দুটি রাজনৈতিক দল পালাক্রমে ক্ষমতায় ছিলো। যারা ক্ষমতায় গিয়েছে তারাই আইন- আদালত দলীয়করণ করেছে। দলীয় নেতাকর্মীরা সুবিধা ভোগ করেছে। দেশের নাগরিকরা সেইভাবে সুযোগ সুবিধা পায় নাই। পায়রা পোর্টকে কিভাবে বানিজ্যিক ভাবে আরও গতিশীল করা যায়, কর্মসংস্থানের সুযোগ করা যায় সেটি করা হবে।

 

পটুয়াখালী গণ অধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ফাতিমা তাসনিম, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম ফাহিম, গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার, যুব অধিকার সহ কেন্দ্রীয়, জেলা, উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এসএস

Wordbridge School
Link copied!