• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

মাদারীপুর জেলা আ.লীগ সভাপতির পদত্যাগ


মাদারীপুর প্রতিনিধি নভেম্বর ১, ২০২৪, ০৯:০৬ পিএম
মাদারীপুর জেলা আ.লীগ সভাপতির পদত্যাগ

মাদারীপুর: মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। তার আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সুজিত চাটার্জী বাপ্পী এ তথ্য নিশ্চিত করেছেন। 

শাহাবুদ্দিন আহমেদ মোল্লা বর্তমানে মাদারীপুর জেলা কারাগারে একাধিক ফৌজদারি মামলায় আটক রয়েছেন।

শাহাবুদ্দিন আহমেদের স্ত্রী অধ্যাপিকা শাবানা শাহীন জানান, তার স্বামী গত ২৫ আক্টোবর পদত্যাগ করেছেন। তিনি পুলিশ সুপারের কাছে লিখিত আবেদনেও পদত্যাগের বিষয়টি উল্লেখ করেছেন।

এডভোকেট সুজিত চাটার্জী বাপ্পী জানান, গত শুক্রবার (২৫ অক্টোবর) তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেছেন। পদত্যাগের কথা বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রকাশ্য আদালতে উপস্থিত সকলকে জানিয়েছেন। 

তিনি আরও জানান, শাহাবুদ্দিন আহমেদ মোল্লার বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয়েছে সেসব ঘটনার সময় তিনি বিদেশে অবস্থান করছিলেন। এছাড়াও তার বুকে পেসমেকার লাগানো হয়েছে এবং তিনি হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। ব্রঙ্কাইটিস এজমার কারণে দিনে কয়েকবার নেবুলাইজার ব্যবহার করতে হয়। শারীরিক অসুস্থতার কারণে তিনি রাজনীতি থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে তিনি হত্যা মামলাসহ একাধিক মামলায় জেলা কারাগারে আছেন।
 
তবে পদত্যাগের বিষয়ে জানতে মাদারীপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দকে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি। দলীয় কার্যালয়টিও বর্তমানে বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণদের ফোন নম্বরও।

আইএ

Wordbridge School
Link copied!