• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
নয়াপল্টনে মির্জা ফখরুল

হাসিনার দোসররা ঘাঁপটি মেরে আছে, সুযোগ পেলেই হামলা করবে


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৮, ২০২৪, ০৪:০২ পিএম
হাসিনার দোসররা ঘাঁপটি মেরে আছে, সুযোগ পেলেই হামলা করবে

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা পালালেও তার দোসররা ঘাঁপটি মেরে আছে। সুযোগ পেলে তারা আবার হামলা করবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করতে হবে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা তার সহকর্মীদের নিয়ে লুটপাট করেছেন। এই ১৭ বছরে অনেক মানুষ জীবন দিয়েছেন। হাজার হাজার মানুষ কারাবরণ করেছেন। বিএনপির ৬০ হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালালেও তার দোসররা এখনো ঘাঁপটি মেরে আছে। তারা সুযোগ পেলে হামলা করবে। আমরা জাতীয় ঐক্য সৃষ্টি করে তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেব।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকের এই শোভাযাত্রা। শোভাযাত্রাতে আমরা এটাই প্রমাণ করব যে, বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। ৭ নভেম্বর বিপ্লবী গণসংহতি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান।

মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন, ৭ নভেম্বর আগে খালেদ মোশাররফ এক অভ্যুত্থান করেছিল। এরপরই জিয়াউর রহমান দেশের সার্বভৌমত্বকে ফিরিয়ে আনতে ৭ নভেম্বর সিপাহি জনতাকে নিয়ে এই আন্দোলন করে দেশকে মুক্ত করেছেন। 

তিনি আরও বলেন, যেভাবে ৭ নভেম্বর বাংলাদেশের হাল ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপর হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া। আর এখন হাল ধরেছেন তারেক রহমান।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনতা ও গণতন্ত্রের ব্যাপারে আপসহীন থাকবেন। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বলি, এখানে গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না। আবার ফ্যাসিবাদ এলে এ দেশের মানুষ প্রতিহত করবে।

শোভাযাত্রা পূর্ব সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান। পরে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা নয়াপল্টন থেকে শুরু হয়। এটি মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। শোভাযাত্রায় সারাদেশ থেকে আসা লাখো নেতাকর্মী অংশ নেন। 

এসএস

Wordbridge School
Link copied!