• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
মাহমুদুর রহমান

ট্রাম্প ক্ষমতায় এলেও হাসিনার আসার সুযোগ নেই


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৮, ২০২৪, ০৮:০১ পিএম
ট্রাম্প ক্ষমতায় এলেও হাসিনার আসার সুযোগ নেই

ঢাকা : ট্রাম্প ক্ষমতায় এলেও হাসিনার আসার সুযোগ নেই মন্তব্য করে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ট্রাম্প ক্ষমতায় এলেও শেখ হাসিনার ক্ষমতায় আসার সুযোগ কোনও নেই। কারণ, ক্ষমতার পরিবর্তন হলেও তাদের (আমেরিকা) বিদেশি নীতি পরিবর্তন হয় না।

শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীতে গভর্নেন্স অ্যান্ড পলিসি রিসার্চের এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, আবারও ৫ আগস্টের মতো ঐক্য দরকার। শ্রমিক, ছাত্র, তরুণ, সেনাবাহিনীসহ সবার সঙ্গে ঐক্য হতে হবে, যাতে এদেশে আর কেউ ফ্যাসিস্ট হতে না পারে।

মাহমুদুর রহমান বলেন, ভারতের আধিপত্য থেকে আমরা কখনো মুক্ত হতে পারিনি। আমলাদের মধ্যে এখনো ভারতের দোসররা বসে আছে। ভারতের আধিপত্য রুখতে এই ঐক্য প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন খালেদা জিয়া সরকারের সাবেক জ্বালানি উপদেষ্টা।

এমটিআই

Wordbridge School
Link copied!