• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘শেখ হাসিনাকে গণভবনের গাছে বেঁধে রাখা উচিত ছিল’


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ৯, ২০২৪, ০৪:৫২ পিএম
‘শেখ হাসিনাকে গণভবনের গাছে বেঁধে রাখা উচিত ছিল’

ঢাকা: দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ বিন সাঈদী। তিনি বলেছেন, ‘শেখ হাসিনার বিদায়ের পড়েও ষড়যন্ত্র থেমে নেই। আমাদের ভুল ছিল ৫ আগস্টের পর শেখ হাসিনাকে গণভবনে গাছের সঙ্গে বেঁধে রাখা উচিত ছিল। তার গণভবন থেকে বানানো রায়েই আল্লামা সাঈদীকে হত্যা করা হয়।’ 

শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ‘শেখ হাসিনা মাফিয়া সরকারের খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন ১০ তারিখ সারা দেশে আওয়ামী লীগের মিছিল হবে। সেটা আওয়ামী লীগের ব্যানার ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সঙ্গে মিলিত হয়ে ডোনাল ট্রাম্পের ছবি নিয়ে জয় বাংলার স্লোগান দেবে, আর জয় বাংলার স্লোগান দিলে পুলিশ প্রতিহত করবে, ছবি নিচে পড়বে, আর সেই দৃশ্যের ছবি ও ভিডিও করে আমাকে পাঠাবা আমি ট্রাম্পকে দিয়ে দেব আর বলব দেখেন, বর্তমান সরকার আপনাকে চায় না অপমান করে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার বানানো রায়ে ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীসহ বাংলাদেশের নিরীহ নিরপরাধ আলেমদের হত্যার হুমুক দিয়েছিল, ওই ট্রাইব্যুনালে গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেওয়া উচিত ছিল।তাকে পালাতে দেওয়াই ছিল সব থেকে বড় ভুল। তাদের সব থেকে বড় টার্গেট ইসলাম প্রতিষ্ঠায় যেসব দল বাংলাদেশে কাজ করছে।’

মাসুদ সাঈদী বলেন, ‘ইমামদের একটি বক্তব্যে একটি সমাজ পরিবর্তন হতে পারে, আপনাদের একটি কথায় মানুষের চরিত্র বদলাতে পারে। আল্লামা সাঈদীর কণ্ঠে কোরআন শুনে ১ হাজারেরও বেশি অমুসলিম ইসলাম গ্রহণ করছেন। দুর্নীতিবাজ, অর্থপাচারকারী তারা বসে রাষ্ট্রের চেয়ারে আর জাতীয় শ্রেষ্ঠ সন্তান ইমামরা বসে ছোট্ট একটি ঘরে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের এই ক্রান্তিকালে ইমাম সম্মেলন অত্যন্ত অর্থবহ এবং গুরুত্বপূর্ণ কারণ ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল আমাদের ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে। ১৯৭১ থেকে ২০২৪-এ আমরা কী পেয়েছি? বাংলাদেশের জনগণ কী পেয়েছে, আমরা দেখেছি কিছু নেতার পকেট ভারী হয়েছে। দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে।’

অনুষ্ঠানের উলামা বিভাগ নাজিরপুরের আহ্বায়ক হাফেজ হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক মো. আবু দাউদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও জাতীয় ইমাম সমিতির উপদেষ্টা অধ্যক্ষ মো. জহিরুল হক, ইমাম শাখার পিরোজপুর জেলা সাভাপতি, মুফতি আব্দুল হালিম, উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ইমাম সমিতির প্রধান উপদেষ্টা আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মো. মোসলে উদ্দীন প্রমুখ।

আইএ

Wordbridge School
Link copied!