• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আওয়ামী লীগ এখন মরা লাশ: নুর


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ৯, ২০২৪, ১০:০১ পিএম
আওয়ামী লীগ এখন মরা লাশ: নুর

ঢাকা: আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনাদের এতিম করে আপনাদের নেত্রী পালিয়েছেন। আপনাদের কিন্তু দেশেই থাকতে হবে। আপনারা এখন জনগণের কাছে ক্ষমা চান। আওয়ামী লীগ ছেড়ে দুধ দিয়ে গোসল করে পবিত্র হোন।’ 

শনিবার (৯ নভেম্বর) বিকেলে নেত্রকোনার মোক্তারপাড়া ঈদগাহ মাঠে নেত্রকোনা জেলা গণ অধিকার পরিষদ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘বৈষম্যহীন দেশ গঠনে তারুণ্যের সমাবেশ’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুর বলেন, ‘আওয়ামী লীগকে নিয়ে টানাটানি করে লাভ নেই। তারা এখন মরা লাশ। আওয়ামী লীগের নাম মুখে উচ্চারণ করলে, বাংলার মানুষ আপনাদের অস্তিত্ব রাখবে না।’

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘রাজপথে শহীদের রক্ত এখনো শুকায়নি। আহত-নিহতদের স্বজনদের আহাজারি এখনো থামেনি। কাজেই যদি আস্ফালন দেখাতে চান, তাহলে পরিণতি কিন্তু ভালো হবে না।’

গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

এতে আরো বক্তব্য দেন শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।

আইএ

Wordbridge School
Link copied!