• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মঞ্চে বক্তব্য দিলেন রফিকুল ইসলাম মাদানী


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১০, ২০২৪, ০৬:২৭ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মঞ্চে বক্তব্য দিলেন রফিকুল ইসলাম মাদানী

ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মঞ্চে বক্তব্য দিয়েছেন শিশুবক্তা হিসেবে খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানী। 

রোববার (১০ নভেম্বর) দুপুর একটার দিকে তিনি তার বক্তব্যে বলেন, আমাদের অবস্থান স্পষ্ট। আমাদের অবস্থান ভারতবিরোধী। এই ছাত্র-জনতা ভারতের বিপক্ষে।

রফিকুল মাদানী আরও বলেন, আমি আমার প্রেগনেন্সি স্ত্রীকে রেখে সেদিন নেত্রকোনা থেকে রওনা হয়েছিলাম। পথে আমাকে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছিল। কিন্তু ভাগিস্য আমাকে সেদিন রক্ষা করেছেন ছাত্ররা। তারা ঢাল হিসেবে কাজ করেছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শহীদ ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছেন। আনন্দের মধ্যে, ছ্যালছালাইয়া ক্ষমতায় আসেননি। কোনো অবস্থায়ই আওয়ামী লীগ ও ভারতের প্রতি দরদ দেখাবেন না। ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

এর আগে গতকাল রাত ৮টার দিকে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আজ রবিবার রাজধানীর জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ দুপুর ১২টায় গণজমায়েত করবে তারা। এর কয়েক ঘণ্টা আগে আওয়ামী লীগ শহীদ নূর হোসেন স্মরণ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে আজ বিকেল ৩টায় জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে।

এই গণজমায়েতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ অন্যরা বক্তব্য দেবেন বলে জানা গেছে।

এমটিআই

Wordbridge School
Link copied!