• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

শেখ মুজিবের ছবি সরানো বেঠিক, দুঃখিত, সঠিক


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ১৩, ২০২৪, ০৯:৫৩ পিএম
শেখ মুজিবের ছবি সরানো বেঠিক, দুঃখিত, সঠিক

ফাইল ছবি

ঢাকা: বঙ্গভবনের আলাদা কক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে রিজভী বলেন, “শেখ হাসিনার আইনবলে টানানো শেখ মুজিবের ছবি বঙ্গভবনের আলাদা কক্ষ থেকে সরানো সঠিক সিদ্ধান্ত।”

এর আগে, মঙ্গলবার (১২ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে রিজভী বলেছিলেন, “জাতীয় পর্যায়ে যাদের অবদান রয়েছে, তাদের সম্মান দেওয়া উচিত। কেউ যদি অপরাধ করে, ইতিহাস ও জনগণ তা ঠিক করবে।” তিনি বলেন, “আওয়ামী লীগের মতো সংকীর্ণমনা দল বিএনপি নয়। মুজিবের ছবি সরানো উচিত হয়নি। বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো ঠিক ছিল না। খন্দকার মোশতাকও তার ছবি নামিয়েছিলেন, কিন্তু জিয়াউর রহমান আবার সেই ছবি টাঙিয়েছিলেন।”

পরে দুপুরে রিজভীর বক্তব্যের একটি সংশোধনী প্রকাশ করে বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা একটি বিবৃতি জারি করা হয়।

বিবৃতিতে রিজভী বলেন, "একটি অনুষ্ঠানে আমি যে বক্তব্য দিয়েছিলাম, তা নিয়ে গণমাধ্যমে 'বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি' নামে সংবাদ প্রকাশ হয়েছে। আমি মনে করেছিলাম, বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে, সেখান থেকে শেখ মুজিবের ছবি সরানো হয়েছে। কিন্তু আসলে ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ফ্যাসিবাদী আইন কখনও কার্যকর হতে পারে না। অফিস ও আদালতের মতো জায়গায় দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয়।”

অতঃপর, তিনি তার অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।

আইএ

Wordbridge School
Link copied!