টাঙ্গাইল: বিএনপির ভাইস চেয়ারম্যান আহম্মেদ আযম খান বলেছেন, আজকে সরকারের মধ্যে সমন্বয়হীনতা দেখছি। আজকে সরকারের মধ্যে সিদ্ধান্তহীনতা দেখছি। সরকারের একজন উপদেষ্টা এক রকমের কথা বলেন, আরেকজন উপদেষ্টা আরেক রকমের কথা বলেন। আমরা বলতে চাই এই সরকারের যেমন ব্যর্থ হওয়ার সুযোগ নেই, তেমনি এই সরকারের সমন্বয়হীনতা আমরা দেখতে চাই না। প্রতিটি পদে পদে বিএনপিসহ গণতান্ত্রিক শক্তির সাথে আপনারা আলোচনা করুন। আপনারা কখনও দেশ পরিচালনায় আসেননি বলে আপনাদের যে সমন্বয়হীনতা, আমরা সেটাকে সমর্থন দিয়ে, আমাদের অভিজ্ঞতা দিয়ে সেটা সফল করবো।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কোন ভাবেই আপনারা যেন নিজেদের অসহায় মনে না করেন। আমরা আপনাদের পাশে আছি। কিন্তু আপনারা যদি মনে করেন আপনাদের অবারিত সময় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আপনারা যত দ্রুত সম্ভব, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিন। আপনাদেরকে সেই সময় আমরা দেবো, জনগণও দেবে। আপনারা কিন্তু অন্তবর্র্তীকালীন সরকার, আপনারা যদি নির্বাচিত সরকারের মতো পাঁচ বছর থাকবার চেষ্টা করেন, সেটা ভুল হবে। সেটা দেশের জন্য বিপর্যয়ের হবে। সেজন্য বলবো, আমরা যৌক্তিক সময়ের কথা বলছি। যৌক্তিক সময়ের পরেই আপনার নির্বাচন দিবেন।
জেলা অ্যাডভোকেট বার সমিতির অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনে প্রধান উপদেষ্টা ইউনুসকে উল্লেখ করে তিনি বলেন, যে সার্চ কমিটি করেছেন, সেই সার্চ কমিটির মধ্য দিয়ে একটি অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করুন। আমরা প্রশাসনে অস্থিরতা দেখছি। প্রশাসনের ভিতরে অস্থিরতা দূর করুন। আইনশৃঙ্খলা বাহিনীর অসহযোগিতা দেখছি, আইনশৃঙ্খলা বাহিনীর অস্থিরতা দূর করুন। দেশ বিদেশে নানা ষড়যন্ত্র চোখে পড়ছে। দেশ বিদেশের ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমরা পুরো জাতি ঐক্যবদ্ধ আছি। প্রফেসর ইউনুস সাহেব, আপনি সেই ষড়যন্ত্র মোকাবেলার করা জন্য সারা বিশ্বে আপনার যে দূতাবাসগুলো আছে। সেই দূতাবাসগুলোকে কাজ করতে বলুন।
জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আব্দুল খালেক মন্ডলের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান। এছাড়াও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত।
এসএস