• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

‌‘অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দেয়াল তৈরী হয়েছে’


টাঙ্গাইল প্রতিনিধি নভেম্বর ১৭, ২০২৪, ০৭:৪৫ পিএম
‌‘অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দেয়াল তৈরী হয়েছে’

টাঙ্গাইল: গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলউজ্জামান শাকিল বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি সফল না। তাদের কিছু গ্যাপ আছে। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দেয়াল তৈরী হয়েছে। এই দেয়ালটা অন্তর্বর্তীকালীন সরকারকেই সমাধান করতে হবে। উপদেষ্টা নিয়োগের সময় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হয়নি। রাজনৈতিক দল বা জনগণ কোন না কোন রাজনৈতিক দলের পাঠ। সেই জায়গা থেকে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই সরকার সংস্কার, উপদেষ্টা নিয়োগসহ বিভিন্ন কার্যক্রম করছে এই কার্যক্রমগুলো যদি রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে আলোচনার ভিত্তিতে করা হয় তাহলে এই দেয়াল তৈরী হতো না। তাই অন্তর্বর্তীকালীন সরকার যাই করুক রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে যেন করে।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ১৭ বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে সেই জায়গায় সকল রাজনৈতিক দল জনগণের আন্দোলনকে সফল করেছে। একক কোন নেতৃত্বে একক কোন ব্যক্তির নেতৃত্বে সফল হয়নি। সকলের প্রচেষ্টায় এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। যে সংস্কারগুলো রাষ্ট্রে মৌলিক প্রয়োজন রয়েছে সেগুলোর করতে যতদিন সময় প্রয়োজন গণঅধিকার পরিষদ সেই সময়টুকু অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে চায়। তবে সে সংস্কার ও রোডম্যাপ রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে করতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সময়সীমা বেঁধে দিচ্ছি না।

শাকিল আরও বলেন, মাওলানা ভাসানী ছিলেন উপমহাদেশের একজন উজ্জল নক্ষত্র, মজলুম জননেতা। তিনি সারাজীবন মেহনতী মানুষের জন্য কাজ করে গেছেন। তার কোন কাজে ক্ষমতার লোভ ছিল না। তিনি নিস্বার্থভাবে বাংলার মানুষের জন্য কাজ করে গেছেন। আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন মাওলানা ভাসানী। কিন্তু আওয়ামী লীগ তাকে স্মরণ করেনি। এরকমভাবে কখনও তাকে তুলে ধরেনি।  কিন্তু মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে গণঅধিকার পরিষদ ও তার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন।

এসময় যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাদিম হাসান, বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সুজন আহমেদ, টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, সদস্য সচিব মাহবুবুর রহমান রাসেল, যুগ্ম সদস্য সচিব শামীমুর রহমান সাগর, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক নবাব আলী, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি কামরুজ্জামান রানা, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সানভী উপস্থিত ছিলেন।

এসএস

Wordbridge School
Link copied!