কুড়িগ্রাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মাঝে বিশাল পরিবর্তন এসেছে। মানুষের আশা আকাংখার প্রতিফলন বিএনপি পূরণ করবে। যারা আজকে সংস্কারের কথা বলছেন, তারা আজকে বলতে পারেন। কিন্ত বিএনপি ৭ বছর আগে সংস্কারের কথা বলেছে। আমাদের সাথে থাকা প্রায় ৫০টি দল ৩১ দফা বাস্তবায়নে কাজ করছে। এখন যারা সংস্কারের কথা বলছেন আমরা তাদের সহায়তা করবো।’
বুধবার (২০ নভেম্বর) দুপুরে কুড়িগ্রামের উলিপুরে বিজয় মঞ্চে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, যে সংষ্কারগুলোতে ঐক্যমত হবে অতি সত্বর সে সংস্কারগুলো করে দিয়ে নির্বাচন দিতে হবে। অন্তরবর্তী সরকারের যে সংষ্কার হচ্ছে আমরা তা দেখছি। আমরা প্রতিজ্ঞাবদ্ধ বিএনপিকে জনগনকে রায় দিলে তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সরকার গঠন করা হবে। সে সরকারের মাধ্যমেই ৩১ দফা বাস্তবায়ন করা হবে। সুতারাং সংষ্কারের ব্যাপারে বিএনপিসহ সমমনা জোট তা পর্যবেক্ষন করছে।
তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফায় বাংলাদেশের মানুষের আশা আকাংখার প্রতিফলন ঘটবে। এসময় তিনি বলেন, দুই বারের বেশী প্রধানমন্ত্রী থাকলে মাথা নষ্ট হয়ে যাবে। স্বৈরাচার হয়ে যাবে। সেকারনে তার পরিবর্তন আনবে বিএনপি। এছাড়া দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠন করা হবে বলে জানান তিনি।
জনসভায় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, চেয়ারপারসনের উপদেষ্টা তাসভিরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী অংশগ্রহণ করেন।
এসএস