• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০

দেশের স্থিতিশীলতার স্বার্থে রাজনৈতিক ঐক্য গড়ার আহ্বান বিএনপির


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ২৭, ২০২৪, ০৭:৫৪ পিএম
দেশের স্থিতিশীলতার স্বার্থে রাজনৈতিক ঐক্য গড়ার আহ্বান বিএনপির

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দেশের সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে বসে ঐক্য গড়ার আহ্বান জানিয়েছে বিএনপি। একই সঙ্গে দেশের স্থিতিশীলতার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এ ছাড়া দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানিয়েছে দলটি।

বৈঠক শেষে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এসব কথা জানান।

এর আগে সন্ধ্যায় ড. ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করেন বিএনপির প্রতিনিধি দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।

আইএ

Wordbridge School
Link copied!