• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

‘যারা ক্ষমতায় ছিলো তারা জাতির ভাগ্য না বদলিয়ে নিজেদের ভাগ্য বদলেছে’


নড়াইল প্রতিনিধি ডিসেম্বর ১, ২০২৪, ০৬:২৮ পিএম
‘যারা ক্ষমতায় ছিলো তারা জাতির ভাগ্য না বদলিয়ে নিজেদের ভাগ্য বদলেছে’

নড়াইল: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগে যারা ক্ষমতায় ছিলেন তারা সেবক হওয়ার পরিবর্তে মালিক হয়ে জাতির ভাগ্য পরিবর্তন না করে নিজেদের ভাগ্য বদলেছেন।  তিনি বলেন, যারাই আমাদের সামনে অতীতে এসেছেন, আমার ধারণা, আমার চাইতে সুন্দর সুন্দর ওয়াদা দিয়েছেন। তারা বলেছিলেন জাতির ভাগ্য বদলে দেব। দিনশেষে ভাগ্য বদল হয়েছে তাদের, সর্বনাশ হয়েছে জাতির। জাতির সেবক হওয়ার কথা ছিল, তারা মালিক হয়ে বসেছে। মালিক হওয়ার কারণে জাতির সম্পদ চুরি করে পকেটে ঢুকিয়েছে। সেই সম্পদ আবার দেশে রাখেনি, বিদেশে পাচার করেছে। তার আবার পুনরাবৃত্তি হোক আমরা ওটা আর চাই না।

রোববার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে খুলনা থেকে সড়ক পথে ফরিদপুর যাওয়ার পথে নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড়ে এক পথসভায় এসব কথা বলেন তিনি। পথসভায় জামায়াতের আমিরকে বরণ করে নিতে জেলা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ভিড় জমান। 

এসম বিগত সময়ে ক্ষমতায় থাকাদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘জাতির সেবক হওয়ার কথা ছিল, তারা মালিক হয়ে বসেছে। মালিক হওয়ার কারণে জাতির সম্পদ চুরি করে পকেটে ঢুকিয়েছে। সেই সম্পদ আবার দেশে রাখেননি, বিদেশে পাচার করেছে। তার আবার পুনরাবৃত্তি হোক, ওটা চাই না।’

তিনি বলেছেন, আমরা এমন বাংলাদেশ চাই। যে বাংলাদেশ কোনো চাঁদাবাজি, দখলদারি হবে না। মানুষের ওপর মানুষের কোনো জুলুম বরদাস্ত করা হবে না।  সকলকে মানবিক মর্যাদা দিতে হবে। একজন পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সবাই মানুষের মর্যাদা পাবে। আমরা কারও শিক্ষা কিংবা পেশা দেখব না। আমরা দেখব, আল্লাহর সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে। সেইভাবে প্রত্যেকটি মানুষ অপর মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু, নায়েবে আমির জাকির হোসেন বিশ্বাস, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার, সহকারী সেক্রেটারি আবুল বাশার, অধ্যাপক আব্দুস সামাদ ও আইয়ুব হোসেন খান প্রমুখ। 

এসএস

Wordbridge School
Link copied!