কুমিল্লা: অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংস্কারে গতি বাড়ান। মৌলিক সংস্কার করে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিন। যাতে আপনারা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় জামায়াতের আমির বলেন, আমরা আপনাদের চাপ দিচ্ছি না। আমরা অনুরোধ করছি মূল্যবান সময়টাকে দীর্ঘায়িত না করে যৌক্তিক সময়ে নির্বাচন দিন। তিনি আরও বলেন, ভারতের হলুদ মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, তারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে এর প্রতিবাদ জানিয়েছে। তারা প্রমাণ করেছে এ দেশ আমাদের সবার।
তিনি বলেন, মাইনরিটি শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠি দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। ভারতকে উদ্দেশ্য করে জামায়াত আমীর বলেন. বাংলাদেশের এক ইঞ্চি জমি আমরা কাউকে ছাড় দিবো না। আমরা কোন আগ্রাসন সহ্য করবো না।
কুমিল্লার বিভাগ নিয়ে তিনি বলেন, যত তাড়াতাড়ি পারেন কুমিল্লা বিভাগ দিয়ে দিন। জামায়াত ক্ষমতায় গেলে দূনীর্তি করবে না, দূর্নীতি করতেও দিবে না। সকল ধর্মের মানুষ তার ধর্মপালন করবে। ধর্মনিয়ে বাড়াবাড়ি করা যাবে না। বৈষম্যহীন জোট নিরপেক্ষ সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমীর।
মহানগরে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের ।
অনুষ্ঠানের সভাপতি জামায়াতে ইসলাম কুমিল্লা মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, মাওলানা আব্দুল হালিম, সাবেক চাকসু ভিপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এড জসিম উদ্দিন সরকার, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আবদুল মতিনসহ নেতৃবৃন্দ।
এদিকে সর্বশেষ ২০০৫ সালে কুমিল্লায় জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী। বিগত ১৯ বছর আওয়ামী লীগ সরকারের সময় দমন-পীড়নের শিকার হয়ে প্রকাশ্যে জামায়াত কোনও কর্মী সম্মেলন করতে পারেনি কুমিল্লায়। তখন গোপনে তাদের সাংগঠনিক কাজ চালিয়েছে সংগঠনটি। গণঅভ্যুত্থানের পর এ বছরের ৫ জুলাই প্রকাশ্যে কর্মসূচি দেয় জামায়াত। তারই ধারাবাহিকতায় আগামী ৬ ডিসেম্বর দলটি কুমিল্লা টাউন হল ময়দানে কর্মসূচি পালন করে। টাউন হল ময়দানে সকাল ৮টার আগেই জামায়াতকর্মীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। টাউনহলমুখী সড়কগুলো ছিলো কানায় কানায় পরিপূর্ণ।
এসএস/আইএ