নাটোর: নাটোরের সিংড়ায় গত শুক্রবার বিএনপি আয়োজিত সভায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমান দৃষ্টির উপস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ফেসবুকে এ ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
ডা. দৃষ্টি সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের ভাতিজী। এ ঘটনায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে শোকজ করেছে জেলা বিএনপি।
অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ডা. ফারজানা রহমান। জানিয়েছেন কেন সেদিন মঞ্চে উঠেছিলেন তিনি।
ফারজানা রহমান বলেন, গত ৬ ডিসেম্বর বিকালে তার বাসভবন থেকে দূরে চেম্বারে যাওয়ার সময় রিকশা না পেয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সিংড়া কোর্ট মাঠে পৌঁছালে এলাকার কিছু মানুষ তাকে ঘিরে ধরে কুশল বিনিময় করেন। সেখানে কিছু স্থানীয় লোকজন যারা আমাকে সম্মান করে তারা মঞ্চে ওঠেন বসার অনুরোধ করে। আমার কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, তাই সরল বিশ্বাসে সেখানে গিয়ে বসি। কিছুক্ষণ বসে আমি নিজে সেখান থেকে চলে আসি।
‘আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না। আমি মনে করি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার আমাকে রাজনৈতিক দিক থেকে ট্যাগ দেওয়া হয়েছে।’
ফারজানা আরও বলেন, তার চাচাতো বোনের স্বামী সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হলেও তার নিজের বাবা ১৯৭৯ সালে তৎকালীন সিংড়া থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। সুযোগ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের আমলে তিনি দলীয় কোনো সুবিধা বা পরিচয় ধারণ করেননি।
আইএ